মালয়েশিয়ার‘গিফটস ফেয়ারে’ অংশ নিচ্ছে বাংলাদেশ হাইকমিশন
মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্যমেলা ‘গিফটস ফেয়ার-২০২৪’-এ অংশ নিচ্ছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। আগামী ১৮ জুন থেকে ২০ জুন কুয়ালালামপুরের কেএলসিসি টুইন টাওয়ারের হলরুম ১-৩ অডিটরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হবে।
এতে বাংলাদেশ হাইকমিশন মোট ৭টি বুথ বরাদ্দ পেয়েছে। বুথগুলো যথাক্রমে ১০৫১, ২০৩৯, ২০৪০, ২০৪৬, ২০৪৭. ২০৪৮ ও ২০৪৯। এ মেলা চলবে স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা নাগাদ।
এই মেলায় হাইকমিশনের বুথগুলোতে ৬ টি ভিন্ন ভিন্ন বাংলাদেশি কোম্পানিকে তাদের পণ্য প্রদর্শনির সুযোগ দেয়ো হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ, মদিনা নন ওভেন ফেব্রিক্স, মেসার্স সাওদা ইন্টারনেশনাল, তারানগো, কেএমআর ক্রাফ্ট ও ওমেন এমপাওয়ারমেন্ট অরগানাইজেশন।
গত ১১ জুন, বাংলাদেশ হাইকমিশন মালয়েমিয়ার ভেরিফাইড ফেসবুক পেজ দেয়া এক বিবৃতিতে জানানো হয় উক্ত মেলায় বাংলাদেশি এই ৬ টি প্রতিষ্ঠান বিভিন্ন তৈজসপত্র, পাট, চামড়া, পোষাক ও জুয়েলারি পণ্য প্রদর্শনির জন্য রাখবে। এটি আশিয়ান দেশগুলোর সর্ববৃহৎ বাণিজ্য মেলা।