বইমেলায় মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী অপূর্বা মোহনা'র উপন্যাস ‘পারুলদের অষ্টপ্রহর’

অমর একুশে বইমেলায় এসেছে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী অপূর্বা মোহনা'র প্রথম উপন্যাস "পারুলদের অষ্টপ্রহর"লেখিকা উপন্যাসটিতে তুলে ধরেছেন বাংলার গ্রামীণ জীবন এবং সেখানকার নারী জীবনের কিছু অসহায়,অসমাপ্ত সংগ্রাম চিত্র।উপন্যাসটি প্রকাশ করেছে"ভিন্নমাত্রা প্রকাশনী"ছোটবেলা থেকেই সাহিত্য এবং সংস্কৃতির প্রায় প্রতিটি বিষয়ে আগ্রহী অপূর্বা মোহনা ১৯৯৯ সালে রাজশাহীতে জন্মগ্রহন করেন। ২০১৪ সালে এসএসসি...