মালয়েশিয়ায় রেস্টুরেন্ট সুন্ডা বালির শুভ উদ্বোধন  

মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুরের অদূরে কুচাই এন্টারপ্রেনারস পার্ক এর জালান কুচায়মাজুতে স্থানীয় মালয়েশিয়ান ও ইন্দোনিশিয়ানসহ বিভিন্ন দেশের পর্যটকদের রসনার তৃপ্তি মেটাতে শুভ উদ্বোধন করা হয় রেস্টুরেন্ট সুন্ডা বালি।   সোমবার (১৮ অগাস্ট) দুপরে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী সুন্ডা বালির কর্ণধার নরসিংদী শিবপুরের সঞ্জয় পালের উপস্থিতিতে ফিতা কেটে  উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ি ও...