কাজী মাহতাব সুমন- দুই বাংলায় আবৃত্তির ফেরিওয়ালা
তিন যুগ ধরে এপার বাংলা এবং ওপার বাংলায়, দুই বাংলায়, দুই দেশে, কেন্দ্রে ও প্রান্তে, গ্রামে ও শহরে যিনি কবিতার শব্দ ফেরি করে ফিরছেন, তিনি শ্রোতা নন্দিত আবৃত্তিশিল্পী, কাজী মাহতাব সুমন। তাঁর এই আবৃত্তি চর্চা ও খ্যাতি তিনি নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দিচ্ছেন দেশব্যাপি। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তিনি আবৃত্তি শিক্ষক হিসেবেও সমানভাবে জনপ্রিয়। মননে, ধ্যানে আর চিন্তা জুড়ে তাঁর কেবলই...
সর্বাধিক ক্লিক