ওয়াকিদুজ্জামান ডাবলুকে মালয়েশিয়ায় জাসাসের সংবর্ধনা

তরুণ ছাত্র সংগঠক ও ছাত্রনেতা মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী ওয়াকিদুজ্জামান ডাবলুকে দক্ষিন এশিয়ার প্রচার দলের নব-নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কুয়ালালামপুর মালয়েশিয়া শাখা এক সংবর্ধনা আয়োজন করে।
রবিবার কুয়ালালামপুরের বুকিত বিনতানের স্থানীয় একটি রেস্টুরেন্ট এই সংবর্ধনা প্রদান করা হয়।সেই সাথে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন মালয়েশিয়া জাসাসের আহবায়ক শেখ আসাদুজ্জামান মাসুম।

এই সময় উপস্থিত ছিলেন যুব নেতা রাব্বানী, মোঃ মেহেদি হাসান,চিত্র নায়িকা অনন্যা আফসার, রিয়াজ, শাজাহান,শাকিল, মান্নান, নয়ন হাসান, এনামুল, কামালউদ্দিন,ফয়েজ আহাম্মেদ, মনিরুজ্জামান, সাজ্জাদ, তামিম, শিমুল, মামুন, সম্রাট সহ আরো জাসাসের অন্যান্য নেতাকর্মী বৃন্দ।