কাতার বাংলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে মালয়েশিয়া প্রেসক্লাবের অভিনন্দন

কাতার প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব।
এক বার্তায় মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ বলেন, ‘জাতির বিবেক সাংবাদিকরা দেশ ও দেশের মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।কাতার প্রবাসী সাংবাদিকবৃন্দ প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরেছেন। অসহায় প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন।কাতার নতুন কমিটি সামনে আরো ভালো কাজ করবে বলে আমরা আশাবাদী।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান চাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন,কাতার সাংবাদিকবৃন্দ কাতারে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে যাচ্ছেন। নতুন এই কমিটি অগ্রযাত্রা শুভ হউক সবার প্রতি এই প্রত্যাশাই রইলো।
এ ছাড়া আরটিভির প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, উজার টিভির আমিনুল ইসলাম রতন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রফিক আহমেদ খান, একাত্তর টিভির শামছুজ্জামান নাঈম, সময় টিভির মোহাম্মদ আবদুল কাদের, ফোকাস বাংলার শওকত হোসেন জনি, কাতার প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।