মালয়েশিয়ায় প্রবাসী সাংবাদিকদের সম্মানে ইফতার

মালয়েশিয়ায় বসবাসরত উদীয়মান তরুণ প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ মে) রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সামাজিক দূরত্ব মেনে মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশাররফ হোসেনের আমন্ত্রণে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি নেতা মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম রতনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি ও আর টিভি মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু।

ইফতার পূর্বে কমিউনিটি নেতা মো. মোশাররফ হোসেন অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করার পর সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা হচ্ছে দেশ ও জাতির বিবেক। সাংবাদিকরা আছে বলেই আজও দেশে সভ্যতা টিকে আছে। করোনার এই ক্রান্তি কালে প্রবাসী বাংলাদেশিদের দৌড় গোড়ায় সংবাদ পৌছে দিয়ে মালয়েশিয়ায় কর্মরত সাংবাদিকরা অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আগামী দিনেও মালয়েশিয়ায় কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লিখুনির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা আরো উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় ইফতার প্রোগ্রামে উপস্থিত থাকায় সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও এনটিভি'র মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সাধারণ সম্পাদক ও সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি, মোহাম্মদ আবদুল কাদের, যুগ্মসাধারণ সম্পাদক এবং ওআইসিটুডের হেড অব মিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ সাঈদ হক, সাংগঠনিক সম্পাদক ও বাংলা ভিশন টিভির মালয়েশিয়া প্রতিনিধি এম. ফরহাদ হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও নিউজ রুম এডিটর (ইংরেজি) কবি আবু সুফিয়ান।
ইফতারের আগে বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস থেকে সকলের মুক্তি পেতে দোয়া এবং দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।