মালয়েশিয়ায় প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

মালয়েশিয়া প্রবাসী অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মালয়েশিয়ার শাহলামের আস্তানার কনভেনশন সেন্টারের সেলাঙ্গর প্রাদেশিক বিভাগীয় কমিটির উদ্যেগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ সালাউদ্দিন গাজী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিনের অনুষ্ঠান পরিচালনায় সেলাঙ্গর বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের মালয়েশিয়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ জাহিদ হাসান ,সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ আহমেদ ,যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ সাফায়েত হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল মামুন,দপ্তর সম্পাদক তারিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহম্মেদ ওয়াসিম,ইমরান খাকি,আমীর হোসেন,এসএম হাসান,রায়হান উদ্দিন,এনামুল রুবেল,এসএম আজিম,খাঁন,তারিকুল,বোরহান উদ্দিন,মোস্তফা জামিল,মনিরুজ্জামান,মুজাম্মেল মিরাজ,রুহুল,আমিন মামুন মিয়াসহ সেলাঙ্গর বিভাগের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে বাংলাদেশ থেকে টেলি কনফারেন্স বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন।
সবশেষে সমগ্র মানব জাতীর কল্যানে এবং করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।