মালয়েশিয়ায় ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ'র চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী বিগ্রেডিয়ার আ,স,ম হান্নান শাহ'র চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়া।
ঢাকা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়া শাখার সভাপতি শেখ মোঃ সেলিমের সভাপতিত্বে ও সেরদাং যুবদলের সাবেক সভাপতি নাজমুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এম,এ,কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ,এস,এম জাহাঙ্গীর,সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন,সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহউদ্দিন, যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন,বিএনপির প্রচার সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম বশির আলম,বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা।
টেলি কনফারেন্সের বক্তব্য রাখেন মরহুম হান্নান শাহ'র পুত্র ও গাজীপুর জেলা বিএনপির সদস্য শাহ রিয়াজুল হান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়ার সিনিয়র সহ সভাপতি শাহিন আলম ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন হাছান শাহীন।
আরো বক্তব্য রাখেন কেএল সেন্ট্রাল বিএনপির সভাপতি আবুল কাশেম নয়ন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউছার ভূঁইয়া,সিমুনিয়া মহানগর যুবদল সভাপতি খালিদ হাসান রিপন,কুয়ালালামপুর মহানগর যুবদল সভাপতি শামীম রেজা,মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সভাপতি বাদল আহমেদ,ঢাকা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ,সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন মৃধা, কুয়ালালামপুর মহানগর যুবদল সহ সভাপতি এনামুল হক,ঢাকা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়ার দপ্তর সম্পাদক সবুজ হাওলাদার,প্রচার সম্পাদক ইসমাইল হোসেন আকন্দ।
সভায় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের নূর এ সিদ্দিকী সুমন,হেল্পসেল মালয়েশিয়ার সভাপতি রানা মাসুম,কুয়ালালামপুর মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জামশেদ আলম আরমান,সহ প্রচার সম্পাদক হারুনুর রশীদ,যুবনেতা মেশকাত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম,এ,কাইয়ুম মরহুম হান্নান শাহ'র পারিবারিক ঐতিহ্য তুলে ধরেন,তিনি বলেন হান্নান শাহ ১/১১র অবৈধ সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমাদের নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন।গ্রেফতার হয়েছেন বার বার,শত বাধা বিপত্তি মোকাবেলা করে জিয়া পরিবার ও দলের প্রতি তার অর্পিত দায়িত্ব পালন করে নেতা কর্মীদের শ্রদ্ধা এবং ভালোবাসা আর্জন করে গেছেন।
বিশেষ অতিথি মাহবুব আলম শাহ বলেন,৪০ বছর আগে হান্নান শাহ'র নাম শুনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ যখন ঢাকায় নিয়ে আসেন তখন থেকে,তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান অনেক,কাপাসিয়ার উন্নয়নের রূপকার তিনি।
প্রধান বক্তা মোশাররফ হোসেন বলেন ,মালয়েশিয়া সফরকালে মরহুম হান্নান শাহকে খুব কাছে থেকে দেখেছি তার সরলতা,উদারতা,বিচক্ষনতায় আমি মুগ্ধ হয়েছিলাম।দলের প্রতি কমিটমেণ্ট আমরা দেখেছিলাম ১/১১'র দুঃসময়ে,তিনি তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দল ও জিয়া পরিবারের প্রতি তার আস্থার প্রতিদান দিয়েছেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মরহুম এ নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,আরাফাত রহমান কোকো,হান্নান শাহসহ প্রয়াত সকল নেতৃবৃন্দদের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া,তারেক রহমানের সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শরিফুল ইসলাম