মালয়েশিয়ায় যুবলীগের উদ্যেগে জেল হত্যা দিবস পালিত

মালয়েশিয়ায় যুবলীগের উদ্যেগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা দেশটির রাজধানী কুয়ালালামপুরের পুডুর নিজস্ব কার্যালয়ে দিবসটি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী যুবলীগ এর আহবায়ক কমিটির সদস্য - জহিরুল ইসলাম (জহির) , মাসুদুল আলম রনি, মুজিবুর রহমান বাবু, আল-আমিন আকাশ, আল-আমিন ডলার, আবদুল হাকিম ভূইয়া, সেলাঙ্গর প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক কাজী ইসমাঈল হোসেন রানা ,আওয়ামী যুবলীগ নেতা রিসাদ বিন আবদুল্লাহ হ্রদয়, তোফাজ্জল হোসেন খান,রেজাউল করিম, মহিলা আওয়ামী যুবলীগ নেত্রী আয়েশা আক্তার দীপা, আওয়ামী যুবলীগ নেতা মোঃ স্বপন, মোঃ রিপন, মোঃ জামির হোসেন, আজিজুল হক, আল-আমিন সহ আরো অনেকে।
দোয়া ও মিলাদ মাহফিলে জহিরুল ইসলাম জহির বলেন শত্রুরা ভেবেছিল বঙ্গবন্ধুর সাথে জাতীয় এ চার নেতাকে হত্যা করলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে। কিন্তু ওরা জানতো না যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিশ্চিহ্ন করা সম্ভব না। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে।
পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য,স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ ও কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা শহীদ জাতীয় চার নেতার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মালয়েশিয়া মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বিডির প্রতিষ্ঠাতা এমদাদুল হক সবুজ।