মালয়েশিয়া ছাত্রলীগের জাতীয় শোক দিবস পালন

মালয়েশিয়ায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা শেখ মজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় দেশটির রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ কর্মসূচির আয়োজন করে মালয়েশিয়া ছাত্রলীগ।
কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগের সভাপতি এম এইচ জুয়েলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মালয়েশিয়া ছাত্রলীগের সংগঠক মো. মওদুদ মোল্লা।

কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগের সভাপতি জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য এবং মালয়েশিয়া আ'লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব কামরুজ্জামান কামাল। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না।
বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির, শওকত হোসেন, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ আর মো. মামুন ও সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।

বক্তব্য রাখেন, মালয়েশিয়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন; সহ সভাপতি আনোয়ার হোসেন; সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন; সহ সম্পাদক তাজুল ইসলাম; মালয়েশিয়া আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন, মাজঝুম রসি; মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলামিন ডলার; কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মফিজুল ইসলাম আরজু; যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ সরকার, খালেদ, শাহিনুর রহমান শাহিন, অনিক আমিন, নিপুন হাসান বিশ্বাস; স্বেচ্ছাসেবক লীগের ফারুক সিকদার শান্ত।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বঙ্গবন্ধু হত্যার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফিরিয়ে আনতে এবং জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করার জোর দাবি জানান।
আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগের মো. রমজান, মদিনা ইউনিভার্সিটি সভাপতি ডলার রঞ্জন দাস, পাপেল আহম্মেদ, আশিকুর রহমান, খন্দকার মো. রকি, মাসুম বিল্লাহ আপন, সোহেল রানা, সাইফুল ইসলাম, মিজানুর রহমানসহ আরও অনেকে।