শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মালয়েশিয়া যুবলীগের দোয়া মাহফিল

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কুয়ালালামপুরের পুডুতে যুবলীগের নিজস্ব কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম (জহির),মাসুদুল আলম রনি,মজিবুর রহমান বাবু,যুবলীগ নেতা মনির দেওয়ান, সেলাঙ্গর প্রাদেশিক কমিটি সাধারণ সম্পাদক কাজী ঈসমাইল হোসেন রানা, আহবায়ক কমিটির সদস্য লায়ন, আলামিন,ডলার, যুবলীগ নেতা রিশাদ বিন আবদুল্লাহ, আশরাফুজ্জামান রনি,আকুব্বর মাহমুদ,লাল মোহাম্মদ,পাহাং প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সভাপতি বুকিট বিনতাং শাখা আওয়ামী যুবলীগ মান্নান মাতবর, যুবলীগ নেতা ইমাম হোসেন রানা,রেজাউল করিম,তোফাজ্জল খান, প্রদীপ দাস, মসিউর রহমান জুয়েল, মোঃ রিপন, আজিজুল, স্বপন,আবজাল চোকদার, রিপন, মাসুম বিল্লাহ প্রমুখ।

দোয়া মাহফিলে মালয়েশিয়া যুবলীগ নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে।তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলা বিনির্মাণে মানবতার নেত্রী শেখ হাসিনার হাত ধরেই এ উন্নয়ন অব্যাহত থাকবে।
পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।