সাংবাদিক মাকসুদুল আলমের মৃত্যুতে মালয়েশিয়া প্রেসক্লাবের শোক প্রকাশ

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যমুনা টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সাংবাদিকবৃন্দ।
এক শোকবার্তায় তারা জানান চাঁদপুরের সাংবাদিকদের নেতা মাকসুদুল আলম খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন।তিনি ছিলেন চাঁদপুরের সাংবাদিক জগৎ এর উজ্জ্বল নক্ষত্র।
সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদুল আলম উপস্থাপক ও আবৃত্তিকার হিসেবেও জনপ্রিয় ছিলেন। তিনি সাপ্তাহিক রূপসী চাঁদপুর, দৈনিক পত্রিকা, দৈনিক চাঁদপুর কণ্ঠ, দৈনিক চাঁদপুর প্রবাহ, দৈনিক যুগান্তরসহ স্থানীয় ও জাতীয় আরও বহু পত্রিকায় কাজ করেছেন। অধুনালুপ্ত দৈনিক আমার চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন তিনি।
এছাড়া একুশে টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি হিসেবেও দীর্ঘদিন কমর্রত ছিলেন। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব সাংবাদিক বৃন্দ।
শোক বার্তায় যারা স্বাক্ষর করেছেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি এস রহমান পারভেজ ,আরটিভির প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, এনটিভি মালায়শিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান ,উজার টিভির আমিনুল ইসলাম রতন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রফিক আহমেদ খান, একাত্তর টিভির শামছুজ্জামান নাঈম, সময় টিভির মোহাম্মদ আবদুল কাদের, ফোকাস বাংলার শওকত হোসেন জনি প্রমুখ।