‘বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক’

১৫ আগস্টের ঘটনায় সম্পৃক্ত যে সব খুনিরা বিদেশে আছে তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক বলে দাবি জানিয়েছেন, মালয়েশিয়া আওয়ামী প্রবাসী নূর মোহাম্মদ ভূঁইয়া। তিনি বলেন, প্রবাসে বসে এই সব খুনিরা এখনো ষড়যন্তের চক আঁকছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য এখনো লিপ্ত আছে। এদের বিরুদ্ধে দেশ বিদেশের আওয়ামী নেতা কর্মীদের সজাগ থাকতে হবে।
গত কাল জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এনটিভি মালয়েশিয়া অনলাইনে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। নূর মোহাম্মদ ভূঁইয়া আরো বলেন বঙ্গবন্ধু জম্ম হয়েছে বলেই আজ বাংলাদেশকে সারা বিশ্বে চিনে। আজ বঙ্গবন্ধুর জন্য প্রবাসে মাথা উঁচু করে বাংলাদেশের পরিচয় দিতে পারি। তাই বঙ্গবন্ধুর সোনারকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।
নূর মোহাম্মদ আরো বলেন ,সারা বাংলাদেশের মানুষ ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় একটি কমিশন গঠন করার জন্য বলছে। এই কমিশনের মাধ্যমে ষড়যন্ত্রকারী, দোষী এবং যারা বেনিফিশিয়ারি তাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের নেপথ্যে যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দিতে হবে। যে সব খুনিরা বিদেশে আছে,বাংলাদেশের মিশনের খোঁজ খবর নিয়ে তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তা নাহলে খুনিরা একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত থাকবে।