মালয়েশিয়া আওয়ামী যুবলীগের মহান বিজয় দিবস উদযাপন

মুজিব শতবার্ষিকী ও মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখা উদ্যোগে মহাবিজয়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল ইন্টার কন্টিনেন্টালের বলরুমে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টের সব শহিদ এবং জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মালয়েশিয়া আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম (জহির) ও মাসুদুল আলম (রনি) যৌথ সঞ্চালনায় সংগঠনের আহ্বায়ক তাজকির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, ভার্চ্যুয়ালী প্রধান বক্তা ছিলেন উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক আকন্দ (তুহিন)।

বক্তব্য রাখেন, মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য, বাবলা মজুমদার বাবু, মুজিবুর রহমান বাবু, রেজাউল হক লায়ন, সাইফুল আলম (সৈকত), যুবলীগ নেতা-মার্শাল পাভেল, শেখ জহির, মো: মনির দেওয়ান, আশরাফুজ্জামান রনি, মোহাম্মদ রাসেল খাঁন ও স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ জাহাঙ্গীর।
উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের আনোয়ার হোসেন টবলু, মো: সেলিম, জাকির হোসেন, কুয়ালালামপুর মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি রিসাদ বিন আবদুল্লা হৃদয়, সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ, সেলাঙ্গ প্রাদেশিক কমিটিরসহ সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক কাজী ইসমাঈল হোসেন রানা, পাহাং প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রধান, মালাক্কা প্রাদেশিক কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: উজ্জল, কুয়ালালামপুর মহানগর আওয়ামী যুবলীগের তোফাজ্জল খান, আনিসুর রহমান স্বপন, আলামিন ডা: আবু কালাম, আকুব্বর মাহমুদ, মশিউর রহমান জুয়েল, লুৎফর রহমান, সজীব মাহমুদ, রেজাউল করিম, মো: রিপন, মান্নান মাতবর, ইমরান হোসেন রানা, ছাত্রলীগের ডলার, রঞ্জন দাস ও এম এইচ জুয়েল।
সভায় মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ বলেন, মালয়েশিয়া যুবলীগ ও ছাত্রলীগ প্রবাসীদের জন্য কাজ করে। তারা দেশের টানে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে দিনরাত প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় কাজ করছেন।
পরে কুয়ালালামপুর মহানগর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের দোয়া মাহফিল ও ভোজ সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।