মালয়েশিয়ায় ভোল্ক্সওয়াগেন প্রতিযোগিতায় বাংলাদেশি কাউসারের প্রথম স্থান অর্জন

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো এবছরের ফোক্সওয়াগেন অটোশো।
শনিবার (২৪শে ফেব্রুয়ারী) মালয়েশিয়ার এওন মল রুফটপ পার্কিং এ বছরের ভোল্ক্সওয়াগেন অটো শো অনুষ্ঠিত হয়।
ফোক্সওয়াগেন একটি জার্মান মোটরগাড়ী নির্মাতা প্রতিষ্ঠান। ফোক্সওয়াগেন জার্মানির বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা। বরাবরের মত এবছরও পুরো মালয়েশিয়াতে ছড়িয়ে থাকা ভোল্ক্সওয়াগেন ব্রান্ডের গাড়িগুলো অংশ নেয়। এবারের আয়োজনে প্রায় পাঁচ শতাশিক গাড়ির উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ আয়োজনের মূল আয়োজক ছিলেন মালয়েশিয়ার সবচেয়ে পুরোনো এবং বৃহত্তম সংগঠন "ফোক্সওয়াগেন অউনার্স ক্লাব মালয়েশিয়া"। এবারের আয়োজনে নানারকম প্রতিযোগিতার ব্যবস্থা ছিলো।
এবছর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে "Best Passat/ Arteon category" তে প্রথম পুরস্কার অর্জন করেন মালয়েশিয়াতে অধ্যয়নরত ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেষ বর্ষের শিক্ষার্থী মহম্মদ আল ইমরান উল কাওসার। তিনি বর্তমানে বাংলাদেশী স্টুডেন্ট অর্গানাইজেশন মালয়েশিয়ার এর জয়েন্ট ট্রেজারার সেক্রেটারি পদে রয়েছেন।
তার সংগ্রহে রয়েছে একটি "ভোল্ক্সওয়াগেন প্যাসেট" মডেলের গাড়ি। তার গাড়িতে সে ইঞ্জিন থেকে শুরু করে গাড়ীর গিয়ারবক্স , টার্বো,এবজোরভার, রিমস সবি মোডিফাই করেছেন। আয়োজকরা জানান, এবারের আয়োজনে অংশ নেয়া ৫৫০ টি গাড়ির মধ্যে ৭৫ টি গাড়িই ছিলো "ফোক্সওয়াগেন প্যাসেট" মডেলের।
Arteon Category তে অংশগ্রহণকারী আল কাউসারকে প্রথম পুরস্কার হিসেবে Federal Auto এবং Adtory Breaks এর পক্ষ থেকে ১২০০ রিংগিতের একটি ভাউচার দেয়া হয় যেটা মালয়েশিয়াতে থাকা বিভিন্ন গাড়ি মডিফিকেশন এর ওয়ার্কশপে ব্যবহার করতে পারবে। এরকম আয়োজন আরও বৃহত্তর পরিসরে করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।