মালয়েশিয়ায় প্রবাসী তরুণদের ঈদ উৎসব
প্রবাসী তরুণদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশে মালয়েশিয়ায় পালিত হলো পবিত্র ঈদুল ফিতর।
আজ বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে আটটায় দেশটির অন্যতম প্রধান মসজিদ 'মসজিদ পূত্রাজায়া'তে বৃহৎ ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়দের পাশাপাশি সর্বস্তরের অসংখ্য প্রবাসী বাংলাদেশি তরুণ শিক্ষার্থী, চাকুরীজীবি ও শ্রমজীবী মানুষ অংশ নেয়।
ফজরের পর পরই কুয়ালালামপুর ও তার আশপাশের মানুষদের মসজিদ অভিমুখে জনশ্রুত লক্ষ্য করা যায়। নামাজ শুরুর নির্ধারিত সময়ের আগেই লোকারণ্য হয়ে উঠে পুরো এলাকা।
বিভিন্ন দেশের মানুষদের ভিন্ন ভিন্ন কালচারের সমস্টিতে এক মহামিলনমেলায় পরিণত হয় পুরো মসজিদ প্রাঙ্গণ। নামাজ শেষে প্রবাসী বাংলাদেশি তরুণরা মসজিদ চত্বরেই মেতে উঠে ঈদ উৎসবে।
মালয়েশিয়ায় প্রবাসী তরুণদের সংগঠন 'বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্সে মালয়েশিয়া'র পূর্বঘোষিত ঈদ উৎসবে যোগ দেয় দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসংখ্য তরুণ শিক্ষার্থী। এ সময় কোলাকুলি ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রবাসে অন্যরকম এক ঈদ আয়োজন সম্পন্ন হয়।