হাঙ্গেরি উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে নলেজ হাব সাথে চুক্তি স্বাক্ষরিত

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের হাঙ্গেরি উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একসঙ্গে কাজ করবে মালয়েশিয়াভিত্তিক শীর্ষস্থানীয় বিদেশে পড়াশোনা পরামর্শদাতা সংস্থা নলেজ হাব।
শনিবার (২২ মার্চ) স্থানীয় সময় বিকেলে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে ট্রাইবেকা রেগাস অফিসে হাঙ্গেরি থেকে আসা প্রতিনিধির সাথে নলেজ হাবের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলেজ হাবের প্রতিষ্ঠাতা ও সিইও, মি. আরিফ সাইদ, হাঙ্গেরির পেইজ ইউনিভার্সিটির প্রতিনিধি সাবা ফারাগো।
আগামী ৫ বছরের জন্য হাঙ্গেরি উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সুযোগ বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে উভয় প্রতিষ্ঠান। এতে করে মালয়েশিয়া থেকে উচ্চশিক্ষা সম্পন্নকারী বাংলাদেশি শিক্ষার্থীরা এই exclusive partnership এর মাধ্যমে, মালয়েশিয়া, বাংলাদেশ এবং বিশ্বের যেকোনো স্থান থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা নলেজ হাবের সহায়তায় এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। তাছাড়া পেইজ ইউনিভার্সিটি ৬৫০ বছরেরও বেশি পুরোনো এবং এটি একটি বিশ্বব্যাপী স্বীকৃত বিশ্ববিদ্যালয়।
নলেজ হাবের প্রতিষ্ঠাতা ও সিইও, মি. আরিফ সাইদ এনটিভিকে জানান যে, বাংলাদেশি শিক্ষার্থীরা এখন হাঙ্গেরির একটি মর্যাদাপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়টি মেডিসিন, ডেন্টিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটিং, ব্যবসা, চারুকলা এবং সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে কোর্স অফার করে। বর্তমানে পেইজ ইউনিভার্সিটিতে প্রায় ২৫,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত, যার মধ্যে প্রায় ৬,০০০ আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে।