ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে ঐ গেরামের মাইয়া

আগামি ২৩ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ টায়, সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে মুক্তি যাচ্ছে ঐ গেরামের মাইয়া।রেজা মাহমুদের পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী আকরাম খান।আর এতে অভিনয় করেছেন মডেল শেখ সাকিব, মেহের আফরোজ এবং আরো ছিলেন এ,আর সোহাইল, সাগর রেইন, আফিয়া ইসলাম রোজ, মুকুল জামিল।
গানটির কথা লিখেছেন এস,এম আলী, সুর করেছেন আকরাম খান এবং সংগীতে রয়েছেন রেমো বিপ্লব।এডিট করেছেন অনয় সোহাগ ,কালারঃ এস,এম তুষার ,ক্যামেরায়ঃ সিউল বাবু ,মেকাপঃ সাগর রানা ,লাইটঃ রফিক ,পোস্টার ডিজাইনঃ মাসুম বিল্লাহ ,প্রোডাকশন ম্যানেজারঃ মুন্সী মানিক।গানটি গাজীপুরের হোতাপারায় শুটিং করা হয়েছে।