এনটিভির প্রবাস তারকা অনুষ্ঠানে প্রবাসী সংগীত শিল্পী ড. সীমা খান

বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল এনটিভি ,এনটিভি মালয়েশিয়া ও আমেরিকার বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় রেডিও এফএম৭৮৬ এর যৌথ আয়োজনে প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত ০৯ টা ,আমেরিকার সময় সকাল ১১ টা ,মালয়েশিয়া সময় রাত ১১ টায় ফেইসবুকে প্রবাসে সফল ব্যক্তিদের নিয়ে একটি অনুষ্ঠান চালু হয়েছে।
প্রবাস তারকা প্রথম পর্ব শেষ হয়েছে। আগামী ২২ অগাস্ট শনিবার প্রবাস তারকা দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে যুক্ত হবেন আমেরিকার প্রবাসী শিল্পী ড. সীমা খান।তিনি আমেরিকার কেন্দ্রীয় সরকারের ফেডারেল এভিয়েশন এডমিন্সট্রেশনের (এফএএ) শিক্ষা প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ব্যবস্থাপক হিসাবে কর্মরত আছেন।
তার স্বামী আমেরিকা প্রবাসী প্রফেসর ড. বদরুল হুদা খান একজন বিশ্ব বিখ্যাত ই-লার্নিং বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, লেখক, বক্তা, এবং পরামর্শক।
প্রবাস তারকা অনুষ্ঠানে প্রবাসীরা জানা,অজানা ,প্রবাসের অভিজ্ঞতা ,সফলতা ,ব্যর্থতা নানা দিক নিয়ে কথা বলবেন সীমা খান।অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিটিভির উপস্থাপিকা আঁখি মজুমদার।প্রবাসীরা দর্শকরা প্রিয় শিল্পীকে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করে পছন্দের গান শুনতে পারবেন।বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে -+৬০১০২৯৫৩৮৫০