এনটিভির ‘সেলিব্রেটি নাইটে’ মালয়েশিয়ার সুপার মডেল হাফসা মুনির

বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল এনটিভি মালয়েশিয়ার আয়োজনে প্রতি রবিবার বাংলাদেশ সময় রাত ০৯ টা ও মালয়েশিয়া সময় রাত ১১ টায়, এনটিভি মালয়েশিয়ার ফেইসবুকে বিশ্বের নামি দামি মডেলদের নিয়ে ইংরেজিতে এনটিভি 'সেলিব্রিটি নাইট' নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ২৯ নভেম্বর ২০২০ রবিবার 'সেলিব্রিটি নাইটে' অতিথি হিসেবে যুক্ত থাকবেন ২০২০ সালের সুপার মডেল ইউনিভার্স মালয়েশিয়ার নারী ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারী হাফসা মুনির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এনটিভির উপস্থাপিকা ও কানাডার বাংলাদেশী শিক্ষার্থী অরুনিমা হোসাইন।
অনুষ্ঠানে দর্শকরা সরাসরি প্রিয় অতিথিকে এনটিভি মালয়েশিয়া ফেইসবুক পেইজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন +৬০১০২৯৫৩৮৫০ এই নাম্বারে।