‘এনটিভির সেলিব্রেটি নাইট’ : আজকের অতিথি অভিনেতা জয় সেনগুপ্ত

খ্যাতনামা দেশি ও বিদেশী তারকাদের সঙ্গে দর্শকের যোগাযোগ বাড়াতে এনটিভি মালয়েশিয়া অনলাইন ‘সেলিব্রেটি নাইট’ শিরোনামে একটি সাপ্তাহিক অনুষ্ঠানের আয়োজন শুরু করেছে। সপ্তাহের প্রতি রবিবার মালয়েশিয়া সময় রাত ১০টায় ও বাংলাদেশ সময় রাত ৮টায় এনটিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, পেরিস্কোপ ও টুইচ প্ল্যাটফর্মে একজন তারকা ঘণ্টাব্যাপী আড্ডায় অংশ নেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কানাডার বাংলাদেশী শিক্ষার্থী অরুনিমা হোসাইন ।
আজ রবিবার মালয়েশিয়া সময় রাত ১০টায় এ আয়োজনের অতিথি হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জয় সেনগুপ্ত।
পুরুস্কার প্রাপ্ত এ অভিনেতা অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনা করে থাকেন। জনপ্রিয় এ অভিনেতা কলকাতা ছবিতে অভিনয় করে দর্শদের মন জয় করেছেন। তার উল্লেখ যোগ্য কয়েকটি ছবি এভাবে গল্প হউক ,আমার আর্তনাদ ,শুকুনের লোভ ,ভালো মেয়ে খারাপ মেয়ে ,কিয়া এন্ড কসমস। ময়দান ছবিটি তিনি প্রযোজনা করেন।
আজকের অনুষ্ঠান প্রসঙ্গে উপস্থাপিকা অরুনিমা হোসাইন এনটিভি অনলাইনকে বলেন, আজ একজন জনপ্রিয় অভিনেতার সাথে আড্ডা ,কথা হবে। আশা করছি, প্রবাসী দর্শকের জন্য বেশ ভালো একটি প্রোগ্রাম আমরা উপহার দিতে পারব।’
অনুষ্ঠানে দর্শকরা সরাসরি প্রিয় অতিথিকে এনটিভি মালয়েশিয়া ফেইসবুক পেইজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন +৬০১০২৯৫৩৮৫০ এই নাম্বারে।