বাংলা গানের সুরে গান গেয়ে প্রবাসীদের কাছে পরিচিত নওজিয়া (ভিডিও)

বাংলা ভাষা আমাদের গর্ব ,আমাদের অহংকার।ভাষার জন্য পৃথিবীর কোনো জাতি এখনো পর্যন্ত রক্ত ঝরায়নি।এক মাত্র বাঙালী জাতি প্রমান করেছে ভাষার জন্য তারা রাজপথে বুকের তাজা রক্ত ঝরাতে পারে।আজকের সেই ভাষা বিশ্বের দরবারে মর্যাদার আসনে স্থান করে নিয়েছে।পৃথিবীর মানুষ এখন আমাদের ভাষার সাথে পরিচিত হয়েছে।
আমাদের কৃষ্টি কালচার, সস্কৃতি, এখন বিশ্ব ব্যাপি ছড়িয়ে পড়েছে।মালয়েশিয়া পথে ঘাটে মালয়শিয়ান শিল্পীরা আমাদের বাংলা গান ও বাংলা সুর নকল করে তাদের ভাষায় গান গাইছে।বিদেশের মাটিতে যখন বিদেশিদের মুখে বাংলা গান শোনা যায়, সত্যি তখন গর্ব লাগে।শুধু মালয়েশিয়া নয় আমাদের সুর বিভিন্ন দেশের শিল্পীরা গান গাইছে।
তেমনি তাজাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নওজিয়া কারুমাতুল্লাহ আমাদের দেশের খুব জনপ্রিয় গান” ভ্রমর কইয়ো গিয়া” ফুয়াদের করা মিউজিক কম্পোজিশন নকল করে তার ভাষায় গেয়েছেন। সে কারনে সোশ্যাল মিডিয়াতে প্রবাসীদের কাছে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেন।নওজিয়া কারামাতুল্লাহ তাজকিস্তানের জনপ্রিয় একজন শিল্পী।
তাজাকিস্তানের রাষ্ট্রীয় রেডিও ,টিভি জাতীয় দিবসের প্যারেড ,বিভিন্ন প্রোগ্রামে গান গেয়ে নওজিয়া কারুমাতুল্লাহ জনপ্রিয়তা লাভ করেন। তার অনুষ্ঠানে স্বয়ং প্রধানমন্ত্রী উপস্থিত থেকে গান উপভোগ করেন।প্রতিভাবান এই শিল্পী তাজকিস্তানের মানুষের কাছে হৃদয়ের মধ্যে মনি হিসাবে জায়গা করে নিয়েছেন।