শুভ জন্মদিন বলিউড অভিনেত্রী দিশা পাটানি

‘ভারত’খ্যাত অভিনেত্রী দিশা পাটানির ২৭তম জন্মদিন আজ শনিবার (১৩ জুন)। আর বিশেষ এ দিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ একটি ভিডিও শেয়ার করে দিশাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর কথিত প্রেমিক বলিউড তারকা টাইগার শ্রফ।
ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, টাইগারের শেয়ার করা ভিডিওতে মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সংগীতশিল্পী কার্ডি বির ব্লকবাস্টার গান ‘লাইক ইট লাইক দ্যাট’-এর সঙ্গে তাল মেলাতে দেখা যায় দিশাকে। একটি রেস্টুরেন্টে ধারণ করা ওই ভিডিওতে দিশাকে বেশ প্রফুল্ল দেখাচ্ছিল। ‘তিনটি ওয়াফেলস (কেকবিশেষ) ও তিনটি প্যানকেকস (ডিম দিয়ে তৈরি একধরনের কেক) পর... শুভ জন্মদিন রকস্টার,’ লেখেন টাইগার। ভালোবাসার ইমোকনও যুক্ত করেন টাইগার।
মন্তব্যের ঘরে ভক্তরাও দিশাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। দিশার প্রতি ভালোবাসা প্রকাশ করে টাইগারের পরিবারও। টাইগারের মা আয়েশা শ্রফ লেখেন, আনন্দময় জন্মদিন, দিশু।’ অন্যদিকে টাইগারের বোন কৃষ্ণা শ্রফ লেখেন, ‘সবচেয়ে মিষ্টি।’
কোভিড-১৯-এর কারণে লকডাউনের এই সময়ে বি-টাউনের অনেক তারকাই একসঙ্গে থাকছেন। গুঞ্জন রয়েছে, দিশা-টাইগার একে অপরের বন্ধুর চেয়েও বেশি কিছু। আর লকডাউনে দিশাও টাইগারের সঙ্গে তাঁর বাড়িতে থাকছেন। টাইগারের বোন কৃষ্ণা দিশার ভালো বন্ধু।
দিশা ও টাইগারকে সর্বশেষ ‘বাঘি থ্রি’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে। ওই ছবিতে ‘ডু ইউ লাভ মি’ শিরোনামে একটি গানে তাঁদের দুজনকে নাচতে দেখা যায়। এতে আরো অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, অঙ্কিতা লোখান্ডে।