সুবিধাবঞ্চিত শিশুর পাশে অভিনেত্রী রাকুল প্রীত সিং

তারকাদের ভক্ত-অনুরাগী থাকে অগণিত। তাঁদের দৈনন্দিন জীবনযাপন, বিভিন্ন কার্যকলাপের প্রতি সজাগ দৃষ্টি রাখেন বোদ্ধারাও। আর তারকাদের যেকোনো ইতিবাচক কাজ দেখে সমাজের বড় একটি অংশ অনুপ্রেরণা খুঁজে পান। এবার সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এগিয়ে এলেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, রোটারি ইন্ডিয়া ও উইজক্রাফট ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া শিশুদের তহবিল সংগ্রহের প্রকল্প ‘ছোটি সি আশা’য় যুক্ত হয়েছেন রাকুল। করোনা-ক্রান্তিকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা।
আগামী ২৮ জুন (রোববার)ভারতের টেলিভিশন চ্যানেল কালারস ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ছোটি সি আশা’ শিরোনামে অনুষ্ঠানটি সম্প্রচার হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও-বার্তায় রাকুল সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি লেখেন, ‘একসঙ্গে থাকলেই আমরা জিততে পারি। ভারতের সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রা পরিবর্তনে উদার হস্তে সাহায্য করুন।’
‘ছোটি সি আশা’ তিন ঘণ্টার আয়োজন। সেখানে তারকা, রাজনীতিক, করপোরেট স্পনসর ও দাতাদের নাম যুক্ত করা হবে। এ আয়োজন থেকে প্রাপ্ত অর্থ যাবে কোভিড-১৯ তহবিলে, সেখান থেকে শিশুর কল্যাণে ব্যয় হবে।