সুশান্ত স্মরণে ভারতীয় আয়োজনে বাংলাদেশের সমন্বয়ক লিনা, গাইছেন সাব্বির,আয়েশা মৌসুমী

অকাল প্রয়াত নায়ক সুশান্ত সিং রাজপুত স্মরণে বলিউডের আইপিআইএক্স মুভিজ আয়োজনে ‘ই-সংস্কৃত’ একটি লাইভ শো আয়োজন করেছে। ভারতের আইপিআইএক্স মুভিজ এর পরিচালক বলিউড অভিনেতা শুভ মুখার্জি এনটিভি অনলাইনকে জানান,সুশান্তর মৃত্যুর পর বলিউডে এখনো শোকের ছায়া কাটেনি।সারা দুনিয়া সুশান্তের অগণিত ভক্ত রয়েছে।তার অকাল মৃত্যু তার ভক্তরা মেনে নিতে পারেনি। তার স্মরণে বলিউডের আইপিআইএক্স মুভিজ ই-সংস্কৃত আয়োজন করেছে।বলিউড ছাড়া ও বাংলাদেশ থেকে এই প্রজন্মের দুই সংগীতশিল্পী সাব্বির জামান ও আয়েশা মৌসুমী গান গাইছেন। বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি সংবাদ পাঠক শারমিন নাহার লিনা সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।

ভারত-বাংলাদেশের শিল্পীদের নিয়ে বিশেষ আয়োজনটি সরাসরি সম্প্রচার হচ্ছে ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় প্রচার হবে ই-সংস্কৃত-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

অকাল প্রয়াত নায়ক সুশান্ত সিং রাজপুত স্মরণে ভারতীয় আয়োজনে শারমিন নাহার লিনা এনটিভি অনলাইনকে জানান ,আমাকে সমন্বয়কের আমন্ত্রণ জানানোর জন্য বলিউড অভিনেতা শুভ মুখার্জী ও সুমিতা ম্যাডাম কে ধন্যবাদ জানাচ্ছি।সুশান্ত ভারতের ন্যায় বাংলাদেশে ও তার অগণিত ভক্ত রয়েছে। তার এই অকাল মৃত্যু বাংলাদেশের ভক্তরা মেনে নিতে পারেনি। এই অনুষ্ঠানের মাধ্যমে সুশান্ত ভক্তরা কিছুটা শান্ত হবেন বলে আমি মনে করি।আর এই অনুষ্ঠানে বাংলাদেশের দুইজন শিল্পী সুশান্তর ছবির গান গাইছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে দুইদেশের সস্কৃতিৰ সেতু বন্ধন রচিত হবে আমি মনে করি ।

শারমিন নাহার লীনা আরো ও জানান, এই আয়োজনে বাংলাদেশের পক্ষ থেকে আরও অংশ নিচ্ছেন ঘুঙরু ড্যান্স একাডেমির সদস্যরা।অন্যদিকে ভারতের এক ডজন তরুণ শিল্পীও থাকছে এই আসরের নাচে-গানে।সব কিছু মিলিয়ে ভালো একটি আয়োজন হতে যাচ্ছে। এটা একদিকে সম্মানের, অন্যদিকে সুশান্তের প্রতি শ্রদ্ধা নিবেদনের অসাধারণ এক আয়োজন।

তিনি আরো জানান এরমধ্যে সুশান্ত সিং রাজপুতের সিনেমার দুটি গান রেকর্ড করেছেন সাব্বির জামান ও আয়েশা মৌসুমী। সাব্বির গেয়েছেন ‘কেদারনাথ’ ছবির ‘কাফিরানা’ গানটি। অন্যদিকে আয়েশা মৌসুমী গেয়েছেন ‘পিকে’ ছবির ‘চার কাদাম’। আয়েশা মৌসুমীর সঙ্গে ‘চার কাদাম’ গানটি দ্বৈত কণ্ঠ দিয়েছেন বলিউডের প্লেব্যাক শিল্পী শংকর।