এনটিভির ফেসবুক লাইভ আড্ডায় ‘আরজে জারা’

এই সময়ের নতুন প্রজম্মের জনপ্রিয় আরজে জারা। ইতি মধ্যে আরজে হিসাবে প্রবাসীদের কাছে পরিচিত হয়ে উঠেছেন। তার সুন্দর উপস্থাপনা ও সাবলীল কথাতে প্রবাসীরা মুগ্ধ। তিনি প্রবাসীদের নিয়ে বেশ কয়েকটি অনুষ্ঠান ও করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভক্ত অনুরাগীর সংখ্যাও কম নয়।পড়াশোনা করছেন বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটিতে।বর্তমানে কাজ করছেন বাংলাদেশের জনপ্রিয় রেডিও স্টেশন, রেডিও টুডেতে।
করোনার গৃহবন্দি এই সময়ে মানসিক অবসাদ থেকে মানুষকে মুক্তি দেওয়ার অভিনব উপায়ে হাজির হচ্ছেন তিনি। এনটিভি মালয়েশিয়ার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভ সেশনে প্রবাসীদের সাথে গল্প-আড্ডায় মেতে উঠবেন 'আরজে জারা'।
প্রবাসীদের সাথে আড্ডা প্রসঙ্গে এনটিভিকে আরজে জারা জানান, আমাদের প্রবাসী ভাই বোনরা প্রবাসে অনেক পরিশ্রম করে। দেশে রেমিটেন্স পাঠায়। তাদের পাঠানো রেমিটেন্স দিয়ে আমাদের দেশ চলে। তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের অনেক কাজ কর্ম বন্ধ। মালয়েশিয়া করোনা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ। দীর্ধদিন তারা লকডাউনে বন্ধি ছিল।হতাশায় দিন কাটছে তাদের। প্রবাসীদের সাথে নিজেকে একটু যুক্ত করতে পারলে আমার খুব ভালো লাগবে।
আমি চেষ্টা করবো খানিকটা সময় প্রবাসীদের সাথে আড্ডা দিতে। তাদের সুখ দুঃখের কথা গুলি শুনবো। খানিকটা সময় তাদের বিনোদন দিতে পারলে নিজেকে গর্বিত মনে করবো। কারণ প্রবাসীরা পরিবার পরিজন রেখে তারা প্রবাসে থাকে।এই সময়টা আমি তাদের সাথে আড্ডা দিবো।
'সানডে নাইট উইথ আরজে জারা ' শিরোনামের এই লাইভ সেশনটি দেখা যাবে ২০ ফেব্রুয়ারি ২০২২,রবিবার। লাইভটি সম্প্রচারিত হবে বাংলাদেশ সময় রাত ৯ টা এবং মালয়েশিয়া সময় রাত ১১ টায়।
লাইভটিতে যুক্ত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছে 'আরজে জারা'।