এনটিভি’র ঈদ ফেস্টিভ্যালে তামিল শিল্পীদের সাথে ড্যান্স পারফর্মে প্রিয়াংকা জামান

এনটিভি'র ২১ বর্ষে পদার্পণ উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ঈদ ফেস্টিভ্যালে মালয়েশিয়া তামিল নৃত্যশিল্পীদের সাথে ড্যান্স পারফর্ম করলেন এই সময়ের জনপ্রিয় মডেল- অভিনেত্রী প্রিয়াংকা জামান।
৬ আগস্ট রোববার মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে দিনব্যাপী চলছে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাস্কৃতিক অনুষ্ঠানে তামিল শিল্পীদের সাথে ড্যান্স পারফর্ম করে মালয়েশিয়া প্রবাসীদের নজর কাড়েন প্রিয়াংকা।তামিল একটা গানের বাংলা প্যারেডী গানে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। ড্যান্স প্রসঙ্গে এনটিভি অনলাইনকে অভিনেত্রী প্রিয়াংকা জামান জানান ,নতুন একটা অভিজ্ঞতা হল। তারা আমাদের সুরের সঙ্গে তাল মিলিয়ে আমার সাথে নেচেছিলা। সত্যি আমার খুব ভালো লেগেছে। তারা খুবই প্রফেশনাল শিল্পী। তারাও আমার সাথে পারফর্ম করতে পেরে অনেক খুশি হয়েছে।
তামিল কোরিগ্রাফার তৃস্না প্রিয়া এনটিভি অনলাইনকে জানান ,প্রিয়াঙ্কা সাথে কাজ করতে পেরে খুব ভালো লাগলো। অভিনেত্রী হিসাবে সে বেশ আন্তরিক।এই সুন্দর আয়োজনের এনটিভিকে ধন্যবাদ।

ছোটবেলা থেকেই শোবিজে কাজ করার ইচ্ছে নিয়ে বড় হওয়া প্রিয়াংকা নাচ শেখেন বাফাতে। আত্মবিশ্বাসী প্রিয়াংকা নিজেকে শুধু নাচের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। নিজের কাজ ও মেধা দিয়ে জায়গা করে নিয়েছেন শোবিজের সকল শাখায়। মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও সাফল্যের সঙ্গে কাজ করছেন দীর্ঘ সময়।
২০১৩ সালে বিটিভির ‘ছায়াছন্দ’ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন প্রিয়াংকা। এরপর মার্কুইজ পানির পাম্প, ফেমাস টিভি, প্রাণ আরএফএল গ্লাস ও মাদুলি জুয়েলার্স-এর বিজ্ঞাপনে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক সাড়া পান তিনি। এ ছাড়াও একাধিকবার মডেল হয়েছেন গ্রামীণফোন, আড়ংসহ বেশ কিছু পণ্যের বিলবোর্ডে।
গায়ক আসিফ আকবরের ‘লুকোচুরি’ তৌসিফের ‘ভালোবাসা দাও’ এবং প্রীতমের ‘প্রেম কাব্য’ গানে মডেল হয়েও ব্যাপক প্রশংসিত হন প্রিয়াংকা জামান।
সাখাওয়াত আল মামুনের ‘আজিজ মার্কেট’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে টিভি নাটকে অভিষেক প্রিয়াংকার। পরবর্তীতে প্রিয়াংকা হৃদয় ঘঠিত, প্রেম থেরাপিসহ আরো বেশ কিছু টিভি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। মাঝে অসুস্থ থাকলেও কিছুদিন বিরতির পর সুস্থ হয়ে আবার শোবিজে কাজে ফিরেন তিনি।