মালয়েশিয়ায় চিত্রনায়িকা আঁচল আঁখির জম্মদিন পালিত
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখি এবারের জন্মদিন উদযাপন করেছেন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে।
জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের আমপাং এলাকায় একটি অ্যারাবিয়ান রেস্তোরাঁয় ছিল কেক কাটা ও নৈশভোজের আয়োজন।
রেস্তোরাঁর হলঘরে প্রথমে চিত্রনায়িকা আঁচল আঁখি প্রবাসী সাংবাদিকদের নিয়ে কেক কাটেন।সাথে ছিল তাঁর স্বামী সংগীত শিল্পী সৈয়দ অমি।
এ সময় উপস্থিত প্রবাসীরা আঁচলকে ফুল ও বিভিন্ন উপহার দিয়ে শুভেচছা জানান। জম্মদিনের এক প্রতিক্রিয়ায় এনটিভি অনলাইনকে চিত্রনায়িকা আঁচল আঁখি জানান, এই প্রথম দেশের বাহিরে মালয়েশিয়া জম্মদিন পালন হল। সত্যি ভালো লাগছে। চলচ্চিত্র অঙ্গনের বন্ধু-বান্ধবী এবং পরিবারের সদস্যরা রাত থেকেই ভক্তদের মোবাইল এসএমএস শুভেচ্ছা পেয়েছি। মালয়েশিয়া মনে হলো এক টুকরো বাংলাদেশে আছি।
জম্মদিনে আসায় প্রবাসী সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আঁচল জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির মালয়েশিয়া প্রতিনিধি সাংবাদিক মোস্তফা ইমরান রাজু, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার আহবায়ক আমিনুল ইসলাম রতন, যুগ্ম আহবায়ক লেখক-সাংবাদিক রফিক আহমদ খান,দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ ও সাংস্কৃতিককর্মী রকি রাব্বানী সহ আরো অনেকেই।
নৈশভোজ শেষে নায়িকা আঁচল উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান।