কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালে প্রবাসীদের মাতালেন মনির খান-বর্ষা সুমী

বর্ণিল আয়োজনে মালয়েশিয়ার কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে গত শনিবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল মালয়েশিয়া (বিবিএফএম) ২০২৫। মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন (এমবিএফএ)-এর উদ্যোগে দিনব্যাপী এই উৎসব প্রবাসী বাংলাদেশিদের আত্মপরিচয়, বাণিজ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রদর্শনীতে পরিণত হয়।
২৭ সেপ্টেম্বর (শনিবার ) কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে আয়োজিত এ উৎসবে গান গেয়ে দর্শকদের মন জয় করলেন বাংলাদেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী মনির খান ও মালয়েশিয়া সেগি ইউনিভার্সিটি শিক্ষার্থী ও কণ্ঠশিল্পী বর্ষা সুমি।

দিনব্যাপী এ উৎসবে গান, নাচ, ফ্যাশন শো এবং আধুনিক সংগীতের সমন্বয়ে বিশেষ সাংস্কৃতিক এক্সপো।
আয়োজক মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) জানিয়েছে, এই সাংস্কৃতিক আয়োজন কেবল প্রবাসী বাংলাদেশিদের জন্য নয়, স্থানীয় মালয়েশিয়ান দর্শকদের জন্যও হবে এক অনন্য অভিজ্ঞতা।
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ইতিবাচকভাবে তুলে ধরতে আয়োজিত এই উৎসবকে তারা একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন।