মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মানবসম্পদ মন্ত্রণালয়ের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশী কর্মীদের বৈধকরণে চলমান রিক্যালিব্রেশন কর্মসূচি, বিদেশি কর্মীদের উন্নতর আবাসস্থল নিশ্চিত করা, বিদেশি কর্মীদের কোভিড ভ্যাকসিন প্রদান, কোভিড পূর্ববর্তী সময়ে ছুটিতে বাংলাদেশে গিয়ে ফিরে আসতে না পারা কর্মীদের ফেরত আনার প্রসঙ্গে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানানকে রাষ্ট্রদূতের পক্ষ থেকে উপহার প্রদান করা হয় এবং বাংলাদেশের রাষ্ট্রদূতকেও মানবসম্পদ মন্ত্রী উপহার প্রদান করেন। ছবি : ফেইসবুক