বিএসওএমের শিক্ষার্থীদের তেরেঙ্গানু ট্যুরস
মালয়েশিয়াস্থ বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন “বাংলাদেশি স্টুডেন্টস' অর্গানাইজেশন মালয়েশিয়া” (বিএসওমএম) এর উদ্যোগে তেরেঙ্গানুর ৩দিনের সফর সম্পন্ন হয়েছে। বাংলাদেশী স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) এর সভাপতি শাহ আহমেদ রেজার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইজাজুল হাসান, ভিপি এসএম আশিবুর হাসনাত সাদী অনুষ্ঠান পরিচালনায় মালয়েশিয়ায় অধ্যয়নরত ১৫ টিরও অধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই তেরেঙ্গানু সফর সম্পন্ন হয়। এই আয়োজনে অংশগ্রহণকারীরা শুক্রবার ১৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় বারজায়া টাইম স্কয়ারে সবাই একত্রিত হয় এবং সেখান থেকেই বাসে তেরেঙ্গানু উদ্দেশে রওয়ানা দেয় শিক্ষার্থীরা। সফরের অংশ হিসেবে তেরেঙ্গানুর দৃষ্টিনন্দন ক্রিস্টাল মসজিদ,দর্শনীয় স্থান ,একুরিয়াম পরিদর্শনের পাশাপাশি সমুদ্র সৈকতে বিভিন্ন প্রতিযোগিতা ও আনন্দ- উৎসবের আয়োজন করা হয়। ৩দিনকার এই সফরে বাংলাদেশি শিক্ষার্থীরা ২১ এপ্রিল কুয়ালালামপুরে ফিরে আসে। বিএসওমের এই ট্যুরের ফুড স্পনসর ছিলেন প্রাণ কোম্পানি। টি- শার্ট স্পনসর করেন আলাদিন সলুশন এসডিএন বিএইচডি। মিডিয়া পার্টনার ছিলেন দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি।


















