পুরোনাম নওজিয়া কারুমাতুল্লাহ।তিনি তাজাকিস্তানের জনপ্রিয় মডেল ও কণ্ঠশিল্পী।তিনি ১৯৮৮ সালের ৭ ফেব্রুয়ারি তাজাকিস্তানের দুশান্বে জন্মগ্রহণ করেন ।তার মা ও একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ।২০০৭ সালে তিনি ভারতের শাস্ত্রীয় নৃত্য প্রতিযোগিতার কথক জিতেন।২০১০ সালে নওজিয়া কারুমাতুল্লাহ অনার্সসহ ভারতীয় সঙ্গীতবিদ্যালয় থেকে স্নাতক, এবং একই সালে তার প্রথম একক কনসার্ট করেন।নওজিয়া কারুমাতুল্লাহ একজন তাজিক,ফার্সি ,পপ গায়িকা।কিছু হিন্দি গান ও গেয়েছেন। তাজাকিস্তানের রেডিও ,টিভি জাতীয় দিবসের প্যারেড ,বিভিন্ন প্রোগ্রামে গান গেয়ে নওজিয়া কারুমাতুল্লাহ জনপ্রিয়তা লাভ করেন।টিভি প্রোগ্রামের পাশাপাশি অন্যান্য প্রতিবেশী দেশগুলোর. তিনি ইরান ও আফগানিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিকদের কাছে জনপ্রিয় শিল্পী।তার জনপ্রিয় কুজো,কুজো গানের কারনে নওজিয়া কারুমাতুল্লাহ অনলাইন ইউজারদের কাছে পরিচিতি লাভ করেন।বাংলাদেশের জনপ্রিয় গান” ভ্রমর কইয়ো গিয়া” ফুয়াদের করা মিউজিক কম্পোজিশন নকল করে তার ভাষায় গেয়েছেন। সে কারনে বাংলাদেশিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেন।ফেইসবুক ও ইনস্ট্রাগ্রামে তার অসংখ্য ভক্ত রয়েছে। এক নজরে দেখে নিই এই জনপ্রিয় শিল্পীর কিছু আলোকচিত্র। ছবি -ফেইসবুক /ইন্সট্রাগ্রাম