অভিনেত্রী অদিতি বুধাতোকির জন্ম নেপালে হলেও স্বপ্নপূরণের জন্য পাড়ি জমান ভারতে। একের পর এক আবেদনময় ছবি দিয়ে ঝড় তুলছেন ইনস্টাগ্রামে। হু হু করে বাড়ছে অনুসরণকারী। এই মাধ্যমে তাঁর ফলোয়ার প্রায় নয় লাখ। বেশ কয়েকটি সাময়িকীর প্রচ্ছদকন্যা হওয়ার পর নেপালি ছবি ‘ক্রি’ দিয়ে অভিনয়ে অভিষেক অদিতির। বেশ কয়েকটি পাঞ্জাবি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। ফ্যাশন সেন্সের জন্য জনপ্রিয় অদিতি। তাঁর বিশ্বাস, স্টাইল শুধু পোশাকেই নয়, প্রকাশ পায় আত্মবিশ্বাসে। একনজরে দেখে নিন এই ইন্টারনেট সেনসেশনের নজরকাড়া স্থিরচিত্রগুলো। ছবি : ইনস্টাগ্রাম