বলিউড ড্যান্সার নোরা ফাতেহি । কেরিয়ার শুরু মূলত বিজ্ঞাপন দিয়ে। তারপর আইটেম ড্যান্স ‘দিলবার’ গানে তুখোড় নেচে সিনেপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর ‘ও সাকি সাকি’ গানেও চোখে পড়েছিল তার অসাধারণ নাচের দক্ষতা। এর মধ্যে নতুন খবর হলো প্রথমবারের মতো বাংলাদেশি ছবির আইটেম গানে নাচবেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘গাংস্টার’ ছবির আইটেম গানে দেখা যাবে তাকে।ছবি -সংগৃহিত