ভারতের দক্ষিণী মডেল ও অভিনেত্রী নেহা শর্মা। তাঁর নতুন ফটোশুট মানেই অন্তর্জালবাসীর হৃদয়ে আরেকবার হাহাকার ছড়ানো। ভক্তরা মুখিয়ে থাকেন তাঁর ঘোরলাগা ছবির জন্য। টাইমস অব ইন্ডিয়ার জরিপে একবার সবচেয়ে আকাঙ্ক্ষিত নারীর তালিকায় ছিলেন তিনি। নামকরা জীবনধারাবিষয়ক সাময়িকী এফএইচএমের জরিপে বিশ্বের সবচেয়ে যৌনাবেদনময়ী ১০০ নারীর তালিকায় ছিলেন। ২০০৭ সালে তেলেগু ভাষার ছবি ‘চিরুথা’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হলেও হিন্দি ছবিতে তাঁর উপস্থিতি বেশি। এক নজরে দেখে নিন এই লাস্যময়ীর আবেদনময় স্থিরচিত্রগুলো। ছবি : ইনস্টাগ্রাম