মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো সুপার মডেল ইউনিভার্স মালয়েশিয়ার গ্র্যান্ড ফাইনাল ২০২০।গত ১৩ সেপ্টেম্বৰ রবিবার দামানসারা রয়েল চুলান হোটেলে এই ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।এই বারের ফাইনাল রাউন্ডে উপস্থিত দর্শক ও বিচারকের রায়ে সুপার মডেল ইউনিভার্স ২০২০ এর পিপলস চয়েস (মহিলা ) চ্যাম্পিয়ান হলেন মালয়েশিয়া জহুর প্রদেশের ২৪ বছর বয়সী ভারতের বংশোদ্ভুত তরুণী দেবাকানী বালান ।তিনি মালয়েশিয়ার স্বনামধন্য ইউনিটার ইউনিভার্সিতে অর্থনীতিতে পড়াশোনা করছেন।তিনি ২০১৬ সালে মিস এলিগেন্ট ,২০১৮ সালে দ্বিতীয় রানার্সআপের্ মিস মালয়েশিয়া কেবায়ারবিজয়ের মুকুট অর্জন করেন।তিনি মডেলিং এর পাশাপাশি ড্যান্স ও করে থাকেন।এক নজরে দেখে নেই মালয়েশিয়া সুপার মডেল ইউনিভার্স ২০২০ সালের (মহিলা ) পিপলস চয়েস চ্যাম্পিয়ান দেবাকানী বালানের কিছু আলোক চিত্র। ছবি -ইন্সট্রাগাম /ফেইসবুক