মালয়েশিয়ায় মিস ইউনিভার্স হলেন ফ্রান্সিসকো
মিস ইউনিভার্স মালয়েশিয়া ২০২০ এর বিজয়ী হলেন সারায়াকিন ফ্রান্সিসকো লুহং জেমস ।এই বারের মিস ইউনিভার্স থিম ছিল বিউটি বিউন্ড ইউ।গত ২০১৯ এর ১২ ডিসেম্বর কুয়ালালামপুরের মাইইজি টাওয়ারে ১৮ বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ।করোনা পরিস্থিতির কারণে গত ৬ সেপ্টেম্বর শুরু হয় ফাইনাল রাউন্ড। ১৭ তম প্রতিযোগী সারায়াকিন ফ্রান্সিসকো লুহং জেমস তাঁর মাথায় সেরার মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স শ্বেতা শেখন।এ ছাড়া বিজয়ীর জন্য পুরষ্কার হিসেবে নগদ এক লক্ষ আশি হাজার রিঙ্গিত এবং হেল্প ইউনিভার্সিটিতে শিক্ষা বৃত্তি ঘোষণা করেছেন কতৃপক্ষ ।ফ্রান্সিসকো মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে জম্মগ্রহণ করেন।২০ বছর বয়সী এই তরুণী মেস কমিউনিকেশনের ও মিডিয়ায় উপর পড়াশোনা করেন।তিনি সবসময় সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখেন।এক নজরে দেখে নিউ মালয়েশিয়ার এই সুন্দরীর কিছু আলোকচিত্র। ছবি -ইন্সট্রাগ্রাম




























