২০২০ সালের মিস ইউনিভার্সের মুকুট জিতে নিলেন ফিলিপাইনের প্রতিযোগী রাবেয়া। ২৩ বছর বয়সী এই সুন্দরী মিস ইউনিভার্স ফিলিপাইনের প্রতিষ্ঠানের অধীনে প্রথম শিরোপাধারক। এর আগে তিনি বোম্বাস্টিক ফিলিপিনাতেও জয়ী হয়েছিলেন। পিতাকে হারিয়ে মায়ের অনুপ্রেরণায় বড় হয়েছেন।মানবিক গুণাবলীর জন্য তিনি ফিলিপাইনে খুব জনপ্রিয়। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা করে থাকেন। শারীরিক থেরাপির প্রভাষক হিসাবে বর্তমানে কর্মরত।ফিলিপাইনের শিরোপাজিতা এই সুন্দরীর দেখে নিউ কিছু আলোকচিত্র। ছবি : ফেইসবুক