সোফিয়া কাইফ একাধারে একজন গীতিকার ,সংগীতশিল্পী। মোহনীয় এই সুন্দরী কণ্ঠশিল্পী পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন এবং ইসলামাবাদে বেড়ে ওঠেন। তিনি পাকিস্তানে খুব জনপ্রিয় একজন সংগীতশিল্পী। পড়াশোনায় মনোবিজ্ঞানে এমএসসি শেষ করেছেন।সোফিয়া কাইফের সর্বাধিক জনপ্রিয় গান, জামা সরদার খুদা কো দিখ রাহ হোগা, সোফি ঝুট নাই বলদি, মালঙ্গা ইয়ার পা মীনা।তিনি গানের পাশাপাশি স্টেজ শোতে অংশ নেন। সুন্দরী এই তরুণী পাকিস্তানের বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখেন। তার রূপ সৌন্দর্য পাকিস্তানী শ্রোতাদের আকৃষ্ট করেন। এক নজরে দেখে নেই সংগীতশিল্পী সোফিয়া কাইফের মোহনীয় কিছু আলোকচিত্র । ছবি -ফেইসবুক।