হানি কুই মালয়শিয়ার একজন জনপ্রিয় মডেল। ৫ ফুট ৭ ইঞ্চি এই স্লিম এই মডেল পাঁচ বছর ধরে মডেলিং জগতে আধিপত্য করে আসছেন।তিনি ২০১৫ সালে মিস চাইনিজ কসমস দক্ষিণ এশিয়ার জয়ের মুকুট ছিনিয়ে আনেন। এই ভাবে মালয়েশিয়ার প্রতিটি প্রতিযোগিতায় তিনি বিজয় লাভ করেন। ২৭ বছর বয়সী এই মডেল কুয়ান্তানের বাসিন্দা, কিন্তু তিনি বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাস করছেন। হানি কুই নিজের প্রতি খুব আত্মবিশ্বাসী। তিনি অগনিত ফ্যাশনশো, পাশাপাশি হাইপারটুন ম্যাগাজিনের মতো অটোমোবাইল ম্যাগাজিনে এবং অটো শোতে ও কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন । সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রাম ও তার অনেক ফলোয়ার রয়েছে। এক নজরে দেখে নিন মডেল হানি কুই এর কিছু লাবণ্যময় স্থির আলোকচিত্র। ছবি : ইন্সট্রাগ্রাম