অত্যান্ত আনন্দ ঘন ও জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়ে গেলো মালয়েশিয়া সুপার মডেল ইউনিভার্স গ্র্যান্ড ফাইনাল ২০২০। গত ১৩ সেপ্টেম্বৰ রবিবার এই গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।গ্রান্ড ফাইনালে পুরুষ ১১ জন ও মহিলা ১১ জন ও শিশু ১১ জন ফাইনাল রাউন্ডে উত্তীণ হয়।বিচারকের রায়ে মালয়েশিয়া সুপার মডেল ইউনিভার্স ২০২০ সালের চূড়ান্ত পুরুষ বিভাগের মালয়েশিয়ার কুয়ান্তানের ২৮ বছর বয়সী মোহাম্মদ সাদ্দাম বিন রুসলান ও মহিলা বিভাগে ২৩ বছর বয়সী কুয়ালালামপুরের ভারতীয় ও থাই ঐতিহ্যের মডেল ও অভিনেত্রী হাফসা মনিরকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। দু'জন বিজয়ীই আন্তর্জাতিক মডেলিং প্রতিযোগিতায় মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করবেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে তাদের সাথে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে সুপার মডেল ইউনিভার্স মালয়েশিয়া ২০২০ পিপল'স চয়েস চ্যাম্পিয়ন (মহিলা) দেবকানী ভালান এবং সুপার মডেল ইউনিভার্স মালয়েশিয়া ২০২০ পিপল'স চয়েস চ্যাম্পিয়ন (পুরুষ) মুহাম্মদ জোশুয়া জিয়াউ। সারাওয়াকের ২৮ বছর বয়সের মডেল জুস্তার আনাক জিম্যাট। সুপার মডেল ইউনিভার্স ইন্টারন্যাশনাল ২০২০ খেতাবটি পর্তুগাল থেকে ২৬ বছর বয়সী অতিথিপরায়ণ উদ্যোক্তা জিনা রোচেলকে দেওয়া হয়।সুপার মডেল ইউনিভার্স ২০২০ কিডস / টিন মডেলিং বিভাগে, সেলাঙ্গরের ১২ বছর বয়সী রেমি থামকাহুং এবং কুয়ালালামপুরের ৭ বছর বয়সী চ্যানেল চ্যানকে যথাক্রমে মেইল ফিমেইল কিডস চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।সেলাঙ্গরের ১৫ বছর বয়সী আদিবা আজমিকে টিন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।সর্বাধিক প্রতিশ্রুতিবদ্ধ কিড মডেল খেতাব প্রাপ্ত সেলাঙ্গরের ৯ বছর বয়সী লেইয়া লিম এবং পিপল'স চয়েস চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছিল ফিলিপিন্সের ৮ বছর বয়সী আলিয়াহা ইয়াসাবেল এস খানকে।মালয়েশিয়ার টার্গেট ফিটনেস পিজে এবং ইয়িনজি ইভেন্ট অ্যান্ড মার্কেটিং যৌথভাবে এই সম্মানজনক এবং অত্যন্ত সম্মানিত আন্তর্জাতিক ব্র্যান্ডের মডেলিং প্রতিযোগিতাটি আয়োজন করেছিল।এক নজরে দেখে নেই মালয়েশিয়া সুপার মডেল ইউনিভার্স ২০২০ সালের চূড়ান্ত বিজয়ীদের আলোকচিত্র । ছবি -আয়োজকদের থেকে প্রাপ্ত।