সাবা প্রদেশে ইন্টারনেট কানেশন পেতে গাছের আগায় কলেজ ছাত্রী
মালয়েশিয়া সাবা প্রদেশে ১৮ বছর বয়সী এক কলেজ ছাত্রী সে তার নিয়মিত আপডেট ফেইসবুক এবং ইউটিউবে ভিডিও করে প্রচার করে থাকেন। তার বাড়ি সাবা প্রদেশ থেকে ২০০ কিলোমিটার দূরে একটি প্রত্যান্ত গ্রামে অবস্থিত। বর্তমানে করোনা ভাইরাসের কারণে সকল স্কুল ,কলেজ ,ইউনিভার্সিটি বন্ধ রয়েছে। তবে কলেজ ইউনিভার্সিটি গুলি অনলাইনে পত্রিকা ও ক্লাস কার্যক্রম অব্যাহত রয়েছে।
সাবা প্রদেশের এই মেয়েটি অনলাইনে একটি পরীক্ষা ছিল সে পরীক্ষা দেওয়ার জন্য ঘরে কোনো ইন্টারনেট কানেশন পায়না তাই সে বাধ্য হয়ে গাছের আগায় একটি ছাউনি পেতে সেখানে বসেই পরীক্ষা দিতো। এমন একটি ভিডিও সে তার ইউটিউবে চ্যানেলে প্রচার করে সেই ভিডিও কয়েক লক্ষ মানুষ দেখেছে।