ঈদে ৫ নাটক নিয়ে আসছেন প্রিয়াংকা জামান

এসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান এবার ঈদুল আজহায় রোমান্টিক আর কমেডি মিলিয়ে একাধিক নির্মাতার ভিন্ন ধরণের দারুণ দারুণ গল্পের নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন। সাম্প্রতিক প্রিয়াঙ্কা জমান আসন্ন ঈদুল আজহার জন্য পাঁচটি নাটকে অংশ নিয়েছেন, তার অভিনীত নাটক গুলো হলো,নির্মাতা আকাশ রঞ্জনের পরিচালনায় দুইটি নাটক পরিণতি আর বিশেষ নাটক রশিক বেয়াই। নাটক পরিণতি তে অভিনয় করেছেন সবার প্রিয় অভিনেতা সাব্বির আহমেদ ও আরো অনেকই। বিশেষ নাটক রশিক বিয়াই, এটিতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা আরফান।

এদিকে নির্মাতা মাইনুল ইসলামের পরিচালনায় থাকছে নাটক আজব প্রেম এবং সোহরাব রুস্তম। যেখানে সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় এবং সবার প্রিয় অভিনেতা মীর সাব্বির। বিশেষ নাটক ভারপ্রাপ্ত স্বামী, যেটিতেও কো-আর্টিস্ট ছিলেন আরফান ও সাব্বির আহমেদ।
মুঠোফোনে মডেল অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান এনটিভি অনলাইনকে জানান এইবার ঈদের নাটকগুলি অনেক ভালো। আশা করি দর্শকদের ভালো লাগবে। নাটকের গল্পগুলি শিক্ষণীয়।করোনা কালীন সময়ে কাজ করেছি।সবগুলো নাটকের শুটিং হয়েছে ঢাকার বাইরে। সিলেট, পূবাইল এবং চট্রগ্রামের বিভিন্ন শুটিং স্পটে। ভারপ্রাপ্ত স্বামী, সোহরাব রুস্তম, রশিক বিয়াই এবং আজব প্রেম এ নাটকগুলোর এবার ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে যাবে বলে জানান তিনি।