প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াংকা জামান

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মালয়েশিয়া সহ বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মডেল,অভিনেত্রী প্রিয়াংকা জামান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম জীবনে শুধু মাত্র আনন্দ বিনোদনের বিষয়ই নয়, ঈদের সাথে জড়িয়ে আছে পবিত্র চেতনা ও দায়িত্ববোধ। ঈদুল আযহার প্রধান বিষয় হলো ত্যাগ ও কুরবানী। আল্লাহতায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা ত্যাগ ও কুরবানীর মহিমায় উজ্জীবিত হয়ে পবিত্র ঈদুল আযহা পালন করে থাকি।
পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক জাতি, ধর্ম, নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের নব বার্তা। সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
সেই সাথে তিনি প্রবাসে করোনাকালে সবাইকে ধৈর্য ধারন করে করোনা সতর্কতা স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে এবং সকলের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।