তবুও প্রেম দামি সিনেমার নায়িকা হলেন মৌ খান

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। এরই মধ্যে ‘প্রতিশোধের আগুন’ নামে একটি ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছে তার। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বাহাদুরি, বান্ধব নামে দুটি ছবি।মৌ খান কিছুটা সময় বিরতি নিয়ে আবারো ফিরছেন নতুন রুপে নতুন সিনেমা নিয়ে।ছবির নাম ‘তবুও প্রেম দামি’।
গতকাল (৪ সেপ্টেম্বর) থেকে রাজধানীর প্রিয়াংকা শুটিংয়ে স্পটে, শুটিংয়ে অংশ নিয়েছেন মৌ খান।এতে চিত্রনায়ক আমান রেজার বিপরীতে অভিনয় করেছেন মৌ খান । ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ আসলাম।

নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে মুঠোফোনে নবাগত চিত্রনায়িকা মৌ খান এনটিভি অনলাইনকে জানান গুণী পরিচালক মোহাম্মদ আসলাম ভাইয়ের পরিচালনায় ‘তবুও প্রেম দামি’ সিনেমার কাজ শুরু করলাম। এই ছবিটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা হতে যাচ্ছে বলে মনে করছি। বর্তমানে প্রিয়াংকা শুটিং হাউজে এর দৃশ্যধারণ চলছে।এই ছবিতে দর্শকরা আমাকে গুরুত্বপূণ চরিত্রে দেখতে পাবেন।আমি ভালো কিছু করার চেষ্টা করছি। আশা করি দর্শকরা এই ছবির মাধ্যমে ভালো একটা ছবি দেখতে পাবে।