মিস গ্র্যান্ড মালয়েশিয়া ২০২০ এর চূড়ান্ত ১৮ বিজয়ীর নাম ঘোষণা করেছে মিস গ্র্যান্ড মালয়েশিয়া প্রতিষ্ঠান।গত ৪ সেপ্টেম্বর ২০২০ ইং মালয়েশিয়ার কাজাংএ মিস গ্র্যান্ড মালয়েশিয়ার ২০২০ এর প্রতিযোগিতার শীর্ষ ১৮ জন চূড়ান্ত প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়েছে।মালয়েশিয়া স্বাস্থ্য বিধি মেনে এই অনুষ্ঠান করা হয়।চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যবসায়ী অংশীদার, স্পনসর এবং উপস্থিত মিডিয়া সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।আগামী ২০২০ সালের অক্টোবরে গ্র্যান্ড ফাইনালটি বিএসিসির প্রধান বলরুমে অনুষ্ঠিত হবে।মিস গ্র্যান্ড মালয়েশিয়া ২০২০এর যিনি বিজয়ী হবেন তিনি মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২০ প্রতিযোগিতায় পুরো দেশটির প্রতিনিধিত্ব করবেন।এক নজরে দেখে নিই এই বছরের চূড়ান্ত ১৮ জন বিজয়ীর আলোকচিত্র। ছবি -মিস গ্র্যান্ড মালয়েশিয়া অফিসিয়াল ফেইসবুক থেকে নেওয়া।