আ'লীগ নেতার মায়ের মৃত্যুতে মালয়েশিয়ায় দোয়া মাহফিল

মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. কামরুজ্জামান কামালের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ মাগরিব দেশটির রাজধানী কুয়ালালামপুরের তিতিওয়াংশা বাংলাদেশি মসজিদ সুরাও বায়তুল মোকাররমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. ইকরামুল হক।
আলহাজ্ব কামরুজ্জামান কামালের মায়ের মৃত্যুতে দলমত নির্বিশেষে সমবেদনা ও শোক প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. অহিদুর রহমান অহিদ ও মালয়েশিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ এবং বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা।
গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) আলহাজ্ব কামরুজ্জামান কামালের মা মোছা. খাদিজা বেগম (৯০) বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দক্ষিণ মিরুখালী গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করা হয়।