এনটিভির ‘প্রবাস তারকা ’ : আজকের অতিথি চোরাবালির ছবির প্রযোজক সালেহীন স্বপন

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী প্রবাসীদের সঙ্গে দর্শকের যোগাযোগ বাড়াতে এনটিভি মালয়েশিয়া অনলাইন এনটিভির ‘প্রবাস তারকা ’ শিরোনামে একটি সাপ্তাহিক অনুষ্ঠানের আয়োজন শুরু করেছে। সপ্তাহের প্রতি শনিবার মালয়েশিয়া সময় রাত ১০টায় ও বাংলাদেশ সময় রাত ৮টায় এনটিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, পেরিস্কোপ ও টুইচ প্ল্যাটফর্মে একজন তারকা ঘণ্টাব্যাপী আড্ডায় অংশ নেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপিকা আঁখি মজুমদার।
আজ শনিবার মালয়েশিয়া সময় রাত ১০টায় ১৭ পর্বের অতিথি হয়েছেন চোরাবালির ছবির প্রযোজক, অভিনেতা ,অষ্ট্রেলিয়া প্রবাসী সালেহীন স্বপন।
সালেহীন স্বপন দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া বসবাস করেছে আসছেন। ব্যবসার বাণিজ্য পাশাপাশি তিনি ছবিও প্রযোজনা করেন । তার প্রথম প্রযোজিত ছবি চোরাবালি বাণিজিক ভাবে সফল হয়েছে । তাছাড়া তিনি অনেক গুলি নাটকে অভিনয় করেছেন।

আজকের এই প্রবাস তারকা' অনুষ্ঠানে প্রবাসীদের জানা, অজানা, প্রবাসের অভিজ্ঞতা, সফলতা, ব্যর্থতা ও দায়িত্বশীলতার নানা দিক নিয়ে কথা বলবেন তিনি।
আজকের অনুষ্ঠান প্রসঙ্গে সালেহীন স্বপন এনটিভি অনলাইনকে বলেন, এনটিভি দেশের ন্যায় প্রবাসে জনপ্রিয়। এনটিভি মালয়েশিয়া প্রবাসীদের নিয়ে কাজ করে সত্যি প্রশংসনীয়। আমিও একজণ প্রবাসী। প্রবাস তারকা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এনটিভির প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা।
অনুষ্ঠানে দর্শকরা সরাসরি প্রিয় অতিথিকে এনটিভি মালয়েশিয়া ফেইসবুক পেইজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন +৬০১০২৯৫৩৮৫০ এই নাম্বারে।