আমান-প্রিয়াংকার ‘তুমি আমার জান’

কণ্ঠশিল্পী এম এইচ রিজভী’র গানের মডেল হয়েছেন এ সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী প্রিয়াংকা জামান এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আমান রেজা। সম্প্রতি গাজীপুরের শুটিং স্পটে গানটির শুটিং সম্পন্ন হয়। দ্বৈত কন্ঠের এই গানটিতে রিজভীর সাথে সহশিল্পী হিসেবে ছিলেন তৃষা তিথী।
‘তুমি আমার জান’ শিরোনামের এই গানটি লিখেছেন রবিউল আউয়াল সরকার। এম এইচ রিজভী’র সুরে গানটির চমৎকার মিউজিক কম্পোজিশন করেছেন এ প্রজন্মের গুনী মিউজিক ডিরেক্টর অয়ন চাকলাদার। পুরো গানটির আয়োজনে পুরনো দিনের ছোঁয়া রয়েছে। আগামী ১০ই জুন সন্ধ্যা ৭ ঘটিকায় ‘টি আর মিউজিক স্টেশন’র ব্যানারে গানটি মিউজিক ভিডিও আকারে আত্মপ্রকাশ হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা জামান বলেন- ‘আমি অভিনয়ের মানুষ হলেও গান আমার আত্মার সাথে মিশে আছে। আমি প্রচুর গান শুনি। অনেক দিন আগে রেকর্ড হওয়া এই গানটি আমার প্রতিদিনের ঘুমের ওষুধ। গানটি শুনলেই আমার কথার সত্যতা বুঝতে পারবেন।’
সংগীতশিল্পী রিজভী বলেন- ‘একজন সংগীত শিল্পীর জীবনে কিছু গান বিশেষ জায়গা দখল করে নেয়। এই গানটি গাইতে গিয়ে আমার তেমন অনুভূতির সৃষ্টি হয়েছে। মিউজিক ভিডিওটি নিয়ে আমি আশাবাদী।’
উল্লেখ্য, মিউজিক ভিডিওটিতে ডিওপি এবং কোরিওগ্রাফার হিসেবে ছিলেন শিউল বাবু। ভিডিও পরিচালনা করেছেন রিজভী।